Media

03 September 2024

Back

সংশোধনী- প্রকাশিত সংবাদ প্রসঙ্গে (যুগান্তর ০৩ সেপ্টেম্বর ২০২৪)

০৩ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে দৈনিক যুগান্তর পত্রিকার প্রথম পাতায় প্রকাশিত “বিদেশে অর্থসম্পদের সন্ধানে চিঠি: অর্থ পাচারে জড়িত ১৭ মন্ত্রী-এমপি ও ৫ ব্যবসায়ী” শিরোনামে একটি সংবাদে ভিত্তিহীন অভিযোগের বিষয়ে সামিট বস্তুনিষ্ঠ বক্তব্য ও ব্যাখ্যা দিচ্ছে। 

ওই প্রতিবেদনের একটি অংশে উল্লেখ করা হয়েছে, “এছাড়াও দেশে দুর্নীতি ও সরকারি সুবিধা নিয়ে অর্থ লুটপাট করার দায়ে বহুল আলোচিত ও বিতর্কিত ৫টি ব্যবসায়িক গ্রুপ ও তাদের কর্ণধার এবং স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে বিদেশে থাকা অর্থসম্পদের তথ্য চাওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে চট্টগ্রামভিত্তিক ব্যবসায়িক গ্রুপ ও ৬টি ব্যাংক দখলকারী এস আলম গ্রুপ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাতবিষয়ক উপদেষ্টার মালিকানাধীন বেক্সিমকো গ্রুপ, সাবেক বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খানের স্বার্থসংশ্লিষ্ট সামিট গ্রুপ, ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের মালিকানাধীন নাসা গ্রুপ, আর্থিক খাতে বহুল আলোচিত নাম চৌধুরী নাফিজ সরাফাত ও তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামেও তথ্য চাওয়া হয়।”

সামিটের বক্তব্যঃ সামিট পাওয়ার ইন্টারন্যাশনাল সিঙ্গাপুরের দ্য অ্যাকাউন্টিং অ্যান্ড করপোরেট রেগুলেটরি অথরিটিতে (এসিআরএ) নিয়মিত ট্যাক্স প্রদান করে আসছে এবং সিঙ্গাপুর বিজনেস ফোরামের অন্যতম সদস্য। বিদ্যুৎ উৎপাদনের জন্য বৃহদাকার বিনিয়োগ প্রয়োজন হয়। সিঙ্গাপুরের ক্রেডিট রেটিং মান বাংলাদেশের তুলনায় ভালো হওয়ায় সামিট কম সুদহারে সিঙ্গাপুরের অফিসের মাধ্যমে বাংলাদেশে বিনিয়োগ আনে। সামিট পাওয়ার ইন্টারন্যাশনাল এখন পর্যন্ত যে সকল বিনিয়োগ বাংলাদেশে এনেছে, সেগুলো সম্পর্কে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) অবহিত।

সামিট পাওয়ার ইন্টারন্যাশনালের ২২% মালিক জেরা, জাপানের একটি সরকারি প্রতিষ্ঠান। সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী মুহাম্মদ ফারুক খান হলেন মুহাম্মদ আজিজ খানের বড় ভাই। তবে সামিটের কোনো ব্যবসার সঙ্গে জনাব মুহাম্মদ ফারুক খান বা তাঁর পরিবারের সম্পৃক্ততা নেই।

কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার, সংবাদের মূল প্রসঙ্গের সাথে সামঞ্জস্যহীন ছবি ব্যবহার সামগ্রিকভাবে সামিটের সুনাম ক্ষুন্ন করবে এবং জনমনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

মূল সংবাদ :
https://shorturl.at/psUkz