Summit Power Limited
INVESTOR RELATIONS
- Chairman Message
- Annual Report
- Director's Report
- Price Sensitive Info
- List of Shareholders/Investors with Unpaid/ Unclaimed Dividend
- Corporate Governance
- General Information
- Financial Statement
- Financial Highlights
- Shareholding Info
- Proxy Form
- BSEC Announcement
- Investor Relations Contact
- Declaration of Share Buy/Sale by Sponsors/Directors
General Information
In light of the ongoing global coronavirus pandemic, for current and prospective shareholders of Summit Power Limited (SPL) we would like to share information to explain our actions that we are taking to protect your stake.
In the head office located in Dhaka, Bangladesh all the SPL employees are working from home (WFH). The employees who are essential to power generation are residing in the plant premise in appropriate accommodations. For SPL essential-to-operation employees we have arranged for personal protective suits, masks, hand sanitizer etc. They are working in shifts at a safe distance from each other. Anyone with symptoms is given paid leave and has health insurance. Therefore we feel that we are fully prepared to generate power as per demand. The Chairman of Summit Group of Companies Muhammed Aziz Khan explicitly stated that the company will continue to pay full salary, wages and benefits to all its employees.
SPL has not been directly affected by the coronavirus pandemic and all the power plants of SPL are operational as of today. Given SPL’s payment on plants’ capacity utilisation are protected by the Government of Bangladesh therefore we are not expecting any major disruption in revenue. As per requirements from Bangladesh Power Development Board (BPDB) and Bangladesh Rural Electrification Board (BREB), we are generating power.
On the other hand, due to lockdown the demand from the industrial consumers are substantially reduced. Meanwhile, Bangladesh is approaching the peak season for domestic electricity consumption due to high summer temperatures and the month of Ramadan when retail sales are historically highest.
In the regulatory environment, the Government of Bangladesh is trying to cope with the impacts of coronavirus like other governments around the world. It had declared business-friendly policies to bridge over the coronavirus pandemic.
Summit Group including SPL, has made substantial contributions to Corporate Social Responsibility (CSR) activities. Shareholders will be pleased to know that till date, Summit has supported Bangladesh’s international airports by providing seven world-class thermal scanners for measuring temperature of crowds. We have contributed BDT 3 Crore to the Prime Minister’s Relief Fund. Summit along with China Merchant Ports Group (CMPort) donated fifty thousand masks and two thousand protective suits for medical professionals. In addition, we have provided more than BDT sixty lakh to children in rural schools, poor disable children in urban slums, to a hospital ship i.e. Friendship Hospital that supports rural hard-to-reach areas of Bangladesh. We plan to continue our support.
S/d
Swapon Kumar Pal FCA
Company Secretary
Summit Power Limited (SPL)
Dhaka, 12th April 2020
সাধারণ তথ্য
বিশ্বজুড়ে চলমান করোনা ভাইরাস মহামারীর আলোকে, সামিট পাওয়ার লিমিটেড (এসপিএল) বর্তমান এবং সম্ভাব্য শেয়ারহোল্ডারদের বিনিয়োগ সুরক্ষার লক্ষ্যে যেসকল পদক্ষেপগুলো গ্রহণ করেছে সে বিষয়গুলো আমরা আপনাদের অবগত করতে চাই।
বাংলাদেশের ঢাকায় অবস্থিত সামিট পাওয়ার লিমিটেডের প্রধান কার্যালয়ে কর্মরত সকল কর্মকর্তারা বাসা থেকে অফিস করছেন। বিদ্যুৎ উৎপাদন কাযক্রম চলমান রাখার জন্য বিদ্যুৎ কেন্দ্রে যে সকল অত্যাবশকীয় কর্মকর্তারা আছেন, তাদের জন্য উপযুক্ত আবাসনের ব্যবস্থা করা হয়েছে। এই অপরিহার্য কর্মকর্তাদের জন্য সামিট পাওয়ার সুরক্ষা পোশাক, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ইত্যাদির সুব্যবস্থা করেছে। নিরাপদ দুরুত্ব বজায় রেখে তাঁরা শিফট-ভিত্তিতে কাজ করছেন। যেকোন কর্মকর্তার লক্ষণ প্রকাশ পেলে তাদের সবেতনে ছুটি এবং স্বাস্থ্যবীমা সুবিধার দেওয়ার নিশ্চয়তা আছে। এর ভিত্তিতে আমরা মনে করছি বিদ্যুৎ চাহিদার প্রেক্ষিতে উৎপাদনের জন্য সামিট পাওয়ার লিমিটেড সম্পূর্ণভাবে প্রস্তুত। সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান সুস্পষ্টভাবে বলেছেন, সামিট সকল কর্মকর্তাদের পুরো বেতন, ভাতা বা অন্যান্য আনুষঙ্গিক সুবিধা প্রদান করে যাবে।
সামিট পাওয়ার লিমিটেডে করোনা ভাইরাস মহামারির কারনে সরাসরি কোন বিরূপ প্রভাব পড়েনি এবং আজ অবধি প্রতিষ্ঠানটির সমস্ত বিদ্যুৎকেন্দ্র চালু রয়েছে। বাংলাদেশ সরকার বিদ্যুৎ কেন্দ্রের ক্যাপাসিটির ব্যবহারের ভিত্তিতে পেমেন্ট সুরক্ষিত, তাই সামিট পাওয়ারের রাজস্বের ক্ষেত্রে বড় ধরণের কোন বিঘ্ন সৃষ্টি হবে না বলে আমরা আশাবাদি। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি)-এর চাহিদা অনুসারে আমরা বিদ্যুৎ উৎপাদন করে যাচ্ছি।
একদিকে যেরকম লকডাউনের কারনে শিল্পগ্রাহকদের চাহিদা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে তেমনি অন্যদিকে আমরা বছরের এমন একসময়ে উপনীত হচ্ছি যখন গ্রীষ্মের তাপদাহে গৃহস্থালির চাহিদা থাকে সবচেয়ে বেশী। আর সামনে রমজান মাসের ব্যবসাখাতে খুচরা বিক্রয়ের জন্যেও ঐতিহাসিকভাবে বিদ্যুতের চাহিদা বেশী থাকে।
প্রশাসনিক দিক থেকে, বাংলাদেশ সরকার বিশ্বের অন্যান্য সরকারের মতো করোনা ভাইরাসের প্রভাব সামলাতে চেষ্টা করছে। করোনা ভাইরাস মহামারী মোকাবিলা করার জন্য সরকার ইতোমধ্যে ব্যবসা-বান্ধব নীতিমালা ঘোষণা করেছে।
এসপিএল-সহ সামিট গ্রুপ কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমে অবদান রেখে চলেছে। শেয়ারহোল্ডারগণ জেনে খুশি হবেন আজ পর্যন্ত, সামিট বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দরসমূহে আগত যাত্রীদের দ্রুত তাপমাত্রা শনাক্তকরণের জন্য সরকারকে ৭টি বিশ্বমানের থার্মাল স্ক্যানার উপহার দিয়েছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৩ কোটি টাকা সহায়তা দিয়েছি। স্বাস্থ্যসেবা কর্মীদের সুরক্ষার জন্য চায়না মার্চেন্ট পোর্ট গ্রুপের (সিএমপোর্টের) সাথে যৌথভাবে পঞ্চাশ হাজার মাস্ক এবং দুই হাজার সুরক্ষা পোশাক প্রদান করেছি। এছাড়া প্রতিষ্ঠানটি প্রত্যন্ত অঞ্চলের স্কুলের শিশু, শহরের বস্তির অতিদরিদ্র প্রতিবন্ধী শিশু, ফ্রেন্ডশীপ হাসপাতালের মতো ভাসমান হাসপাতাল যারা নৌপথে গ্রামীণ জনপদে চিকিৎসা সেবা পৌঁছে দিচ্ছে তাদের জন্য প্রায় ৬০ লক্ষ টাকা সহায়তা দিয়েছি। আমরা এই সহায়তা কার্যক্রম চালিয়ে যাবার পরিকল্পনা নিয়েছি।
স্বপন কুমার পাল, এফসিএ
কোম্পানী সচিব
সামিট পাওয়ার লিমিটেড (এসপিএল)
ঢাকা, ১২ই এপ্রিল, ২০২০